চিকিৎসা সেবা একটি পবিত্র সেবামূলক কাজ। যে সেবার মাধ্যমে কেউ মানুষের হৃদয় নিংড়ানো ভালবাসা ও দোয়া পেতে পারে।তাছাড়া সবচেয়ে বড় যে বিষয় তা হলো, আখিরাতের বড় পুঁজি উপার্জন করতে পারে। সেই পবিত্র চিকিৎসা সেবাকে কিছু স্বার্থলোভী মানুষ দিনকে দিন কুলুষিত করে যাচ্ছে।
যেকোনো রোগীর জীবনে, অপারেশন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে কাজ করে। বর্তমানে দালালময় চিকিৎসা ব্যবস্থায়, রোগীদের বিভিন্ন ধরনের অপারেশন করানো যেন নদীতে বোয়াল মাছ শিকার করার মত হয়ে গেছে।
পবিত্র এই চিকিৎসা খাতকে, দালাল ও কমিশনের মত জঘন্য কাজকে জিরো টলারেন্স দিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে নেক্সাস কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ লিমিটেড। এরই ধারাবাহিকতায় নেক্সাস হাসপাতালে চালু আছে সব ধরনের অপারেশন ব্যবস্থা। যেখানে বাহিরে বেশিরভাগ সময়ই তৃতীয় কোন ব্যক্তির খপ্পরে পড়ে রোগীর স্বজনরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কোন কোনো ক্ষেত্রে সঠিক চিকিৎসাই পায় না । সেখানে কোন রোগী বা তার পরিবার-পরিজন কোনরকম তৃতীয় কোন ব্যক্তির সাহায্য ব্যতিরেকেই সরাসরি স্বল্প খরচে সব ধরনের অপারেশন নির্দ্বিধায় করতে পারে নেক্সাস হাসপাতালে।
কেন নেক্সাস হাসপাতালে অপারেশন করাবেন?
১. ১০০% দালাল ও কমিশন মুক্ত ।
২. পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ময়মনসিংহে অদ্বিতীয়।
৩. ইউরোপ-আমেরিকার স্ট্যান্ডার্ড ফলো করে সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম সমৃদ্ধ অপারেশন থিয়েটার।
৪. আলহামদুলিল্লাহ, নেক্সাসের অপারেশন পরবর্তী ইনফেকশন হার শূন্য শতাংশ।
৫. আপনার পছন্দমত যেকোন সার্জন এর দ্বারা অপারেশন করানোর সুযোগ ।
৬. স্বল্প খরচে সঠিক ও সর্বাধুনিক চিকিৎসা সেবা প্রাপ্তির নিশ্চয়তা।
তাই কিছু স্বার্থলোভী মানুষের প্রোপাগান্ডায় বিশ্বাস না করে নেক্সাস হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে নিজে উপকৃত হন এবং অপরকে সঠিক তথ্য দিয়ে উপকৃত হওয়ার সুযোগ করে দিন।
যোগাযোগঃ
01796-586561
01796-586562
For More Info Please Visit Our Official Website: http://nexushospitalmymensingh.com/
ঠিকানাঃ নেক্সাস কার্ডিক হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার ,
২৯ সেহড়া , গার্লস ক্যাডেট কলেজের বিপরীত পাশে ,
ময়মনসিংহ-২২০০, বাংলাদেশ।