Welcome to
Nexus Cardiac Hospital and Research Limited

নেক্সাস কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ লিমিটেড বৃহত্তর ময়মনসিংহে বেসরকারী উদ্যোগে হৃদরোগসহ অন্যান্য রোগের চিকিৎসায় আন্তর্জাতিক মানের প্রথম প্রয়াস। এই হাসপাতালটি "সর্বোত্তম সেবা সর্বনিম্ন খরচ" নীতিতে পরিচালিত হয়, যেখানে ১০০% দালালমুক্ত ও ১০০% কমিশনমুক্ত সেবা নিশ্চিত করা হয়।

নেক্সাস হাসপাতাল রোগীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে, এবং সেবার নৈতিক নীতিমালা অক্ষুন্ন রাখার মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হৃদরোগের চিকিৎসায় আধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই হাসপাতালটি রোগীদের সেরা সেবা প্রদান নিশ্চিত করতে বদ্ধপরিকর।

দ্রুত এপয়েন্টমেন্ট /সিরিয়ালের জন্য হটলাইন নাম্বারে কল দিন।

Chairman's Speech

আসসালামু আলাইকুম।
বৃহত্তর ময়মনসিংহে সেবার মৌলিক নীতি সংরক্ষণ করে আন্তজার্তিক মানের সেবা প্রদান করার মহতী উদ্দেশ্য নিয়েই নেক্সাস কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ লিমিটেডের গােড়াপত্তন। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠানটি এই ভাবধারা অক্ষুন্ন রেখেই এগিয়ে চলছে। সব ডাইরেক্টরবৃন্দ ও সকল শেয়ার হােল্ডারবৃন্দ হলেন নেক্সাসের প্রাণ। সবার ঐকান্তিক আগ্রহ, চেষ্টা, সহাযােগীতা একীভূত হলে ইনশাআল্লাহ অচিরেই নেক্সাস তার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছতে পারবে।

সবার শুভ কামনায়।

Managing Director's Speech

বাস্তবিক সেবার ব্রত নিয়েই নেক্সাস কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ লিঃ এর গোড়াপত্তন । আসলে ,চিকিৎসার ক্ষেএে বাস্তবিক সেবার উপাদান অনেক।আর এই উপাদানগুলোর প্রতিষ্ঠা ও বাস্তবায়ন অনেক বড় এক চ্যালেঞ্জ। আপনাদের জ্ঞাতার্থে ও অনুধাবন করার স্বার্থে কিছু উপাদান উল্লেখ করা যেতে পারে।যেমন- হাসপাতালটি উন্নত ও পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশসম্পন্ন হওয়া । হাসপাতালটি দালালমুক্ত হওয়া । হাসপাতালটি কমিশনমুক্ত হওয়া। হাসপাতালটিতে গরীব ও অসহায়দের জন্যও চিকিৎসার সু-ব্যবস্থা থাকা। হাসপাতালটির মেডিকেল যন্ত্রপাতি ও অন্যান্য ব্যবহারিক যন্ত্রপাতি মানসম্পন্ন হওয়া।